৩১ মার্চ ২০২৩, ১০:৪৫

খোঁজ পাওয়া গেল ঢাকা থেকে নিখোঁজ চার ছাত্রীর

ঢাকায় নিখোঁজ চার ছাত্রী বাড়ি ফিরেছে  © ফাইল ছবি

রাজধানীর মিরপুর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রীর সন্ধান মিলেছে। তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, চার ছাত্রী বাসায় ফিরেছে। দু’দিন তারা কোথায় ছিল, তা জানতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরে বিষয়টি সম্পর্কে জানা যাবে।

জানা গেছে, চার ছাত্রীর সবাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি। পরে রাতে চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সবােই মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা। চারজনই বান্ধবী। এর মধ্যে তিনজন একটি মাদ্রাসার শিক্ষার্থী। আরেকজন স্কুলে পড়ে। এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয় বাসা থেকে। দুপুরের পর জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন মেয়ের আরও তিন বান্ধবী আর ফেরেনি।