গাজীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত
গাজীপুরের কালিয়াকৈতে বাসচাপায় কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কলেজছাত্র সাব্বির হোসেন (২৩) সিরাজগঞ্জের শাহাজাতপুর উপজেলার রুপসী এলাকার আমীর চানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ভাড়াটিয়া বাসায় ভাড়া থেকে কোনোবাড়ী ডিগ্রি কলেজে স্নাতক ১ম বর্ষের লেখাপাড়া করতেন সাব্বির হোসেন। আজ বিকেলে মোটারসাইকেল নিয়ে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাচ্ছিল সে। পথে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রমজানে মাসব্যাপী কোরআন শেখাবে জাবি ছাত্রলীগ
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।