‘অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়’— মাহি ইস্যুতে জয়া
ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্র নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা তিনি। এই অবস্থায় মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টির দিকে গুরুত্ব দিতে বলেছেন আরেক জনপ্রিয় নায়িকা জয়া আহসান।
শনিবার (১৮ মার্চ) বিকেলে জয়া আহসান তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে এই আহবান জানান।
ফেসবুক স্ট্যাটাসে জয়া লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন।’
তিনি জানান, ‘তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক। কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’
জয়া আরও জানান, ‘রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।’
প্রসঙ্গত, শুক্রবার (১৭ মার্চ) ভোরে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে এসে মাহি ও তার স্বামী রকিব সরকার অভিযোগ করেন, গাজীপুরে তাদের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও তোলেন।
এদিন রাতেই মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।