বান্ধবীর গায়ে হলুদ থেকে ফেরার সময় কলেজছাত্র হত্যা, শাওন গ্রেপ্তার
বরিশালের মুলাদীতে বান্ধবীল গায়ে হলুদ থেকে ফেরার সময় কলেজছাত্র ইউসুফ হত্যা মামলার মূল আসামি শাওন শরীফকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-৮। শনিবার (১১ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেপ্তার করে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বান্ধবী রিপা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হন ইউসুফ আলী। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে রাত ১২টার দিকে পরিকল্পিতভাবে শাওন শরীফ ও তার সহযোগীরা ইউসুফকে কুপিয়ে হত্যা করে মুলাদীর চরপদ্মার মেলকার বাড়ির পাশের রাস্তায় লাশ ফেলে চলে যায়।
পরে শাওনের বাবা বাবুল মীর মুলাদী থানায় হত্যা মামলার দায়ের করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। র্যাব ছায়া তদন্ত করে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৩ ও র্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে। তাকে মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।