১১ মার্চ ২০২৩, ১৪:১৫

অবৈধ ‘কুত্তাগাড়ি’র চাপায় প্রাণ গেল ছাত্রের

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু হয়েছে  © প্রতীকী ছবি

নাটোরের লালপুরে দুর্ঘটনায় শামীম (১৮) নামের এক ছাত্র নিহত হয়েছে। শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকার ওয়ালিয়া-দয়রামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শ্যালো ইঞ্জিনচালিত ইটবাহী গাড়ির (কুত্তাগাড়ি) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তিনি।

সিংড়া উপজেলার নূর মোহাম্মদ শাহের ছেলে শামীম। তিনি চকনাজিরনপুর ভোকেশনাল এন্ড বিজনেজ ম্যনেজমেন্টর একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, শামীম মামার বাড়ি ওয়ালিয়াতেই থাকতো। সকালে মামার মোটরসাইকেল নিয়ে ধুপইলে মামাতো ভাইকে পেয়ারা দিতে যাচ্ছিলেন তিনি। মোটরসাইকেলটি ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকায় পৌঁছালে দয়রামপুর থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান শামীম। দুর্ঘটনা ঘটানো গাড়িটি স্থানীয়ভাবে পরিচিত কুত্তাগাড়ি হিসেবে। এর চলাচলের বৈধতা নেই বলে জানা গেছে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুর রহিম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মোটরসাইকেল ও ইটবাহী গাড়ি জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।