০৬ মার্চ ২০২৩, ১০:২৮

সকালবেলায় ঝরে গেলে পাঁচ প্রাণ

সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন  © প্রতীকী ছবি

সিরাজগঞ্জ ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। সোমবার (৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে চারজনেরই পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের মন্নাননগর পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনায় তিনজন মারা যান। এরমধ্যে বেলকুচির বারিক হোসেনের ছেলে মো. আলমগীর হোসেনের (৩৫) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় জানা যায়নি। তাড়াশ থানার পরিদর্শক মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার সকালে মোটরসাইকেলে তিনজন মন্নাননগর থেকে কাছিকাটার দিকে যাচ্ছিলেন। এ সময় নাটোর থেকে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে মন্নাননগর পেট্রোল পাম্পের কাছে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ তিনটি উদ্ধার করে।

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে মাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে ধাক্কা দিলে চালকের দুই সহকারী নিহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, চাকা পাংচার হয়ে যাওয়ায় বালুভর্তি ট্রাকটি থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক। এ সময় গোপালগঞ্জ থেকে খুলনাগামী মাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।