০৪ মার্চ ২০২৩, ২০:৫১

স্মার্টফোন কিনে না দেওয়ায় বিষপানে স্কুলছাত্রের মৃত্যু

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্মার্টফোন কিনে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নবম এক শ্রেণির স্কুলছাত্র বিষপান করার পর মারা গেছে। আজ শনিবার (৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে ওই ছাত্র। এর আগে শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। নিহত তুহিন (১৪) উপজেলার গাজীপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

আরও পড়ুন: এবার রাজধানীতে র‌্যাগিংয়ের নামে ছাত্রী নির্যাতন, জড়িতরা ছাত্রলীগের নেতাকর্মী

পুলিশ জানায়, মা ও ভাবির কাছে স্মার্টফোন কিনে দেওয়ার দাবি জানায় তুহিন। ফোন কিনে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে সে। পরে অভিমান করে ওই দিন সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করে তুহিন।

আরও পড়ুন: ইবি ভিসির কণ্ঠসদৃশ অডিও ফাঁস, খতিয়ে দেখার দাবি শিক্ষকদের

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।