ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে মোবাইল নিয়ে পালাল যুবক

ছবিতে বামে মো. মাহাফুজুল হক প্রভাত এবং ডানপাশে উদ্ধার করা মোবাইল
ছবিতে বামে মো. মাহাফুজুল হক প্রভাত এবং ডানপাশে উদ্ধার করা মোবাইল  © সংগৃহীত

ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে মোবাইল ফোন অর্ডার করে ডেলিভারিম্যানকে ফাঁকি দিয়ে সেই মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায়  একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে মিরপুর মডেল থানার জোনাকী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. মাহাফুজুল হক প্রভাত (২৪)। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। মিরপুর মডেল থানার আহমেদনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন গণমাধ্যমকে বলেন, এক মাস আগে অনলাইন মার্কেটপ্লেস দারাজে ফারিয়া নামে একটি অ্যাকাউন্ট খোলেন মাহফুজ। ভুয়া আইডি দিয়ে গত ২৩ ফেব্রুয়ারি একটি মোবাইল ফোন অর্ডার করেন তিনি। পরদিন সেই মোবাইল ফোন দিতে আসেন ডেলিভারিম্যান রানা।

ফারিয়া নামে অর্ডার করলেও ওই মোবাইল ফোন রিসিভ করতে আসেন মাহফুজ। এ সময় তিনি নিজেকে ফারিয়ার ভাই পরিচয় দেন। এরপর ওই মোবাইল ফোন ফারিয়াকে দেখাবেন বলে বাসায় যাওয়ার নাম করে পালিয়ে যান।

এ বিষয়ে ডেলিভারিম্যান রানা অভিযোগ করলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মাহফুজকে গ্রেফতার করা হয়।

দারাজ কর্তৃপক্ষ জানায়, ইদানিং ক্রেতা সেজে অনেকেই তাদের সঙ্গে প্রতারণা করছেন। মাহফুজও এমন একজন।


সর্বশেষ সংবাদ