পলিটেকনিক ছাত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলল প্রেমিক
যশোরের শার্শা উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে জেসমিন আক্তার পিংকি (১৮) নামে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে র্যাব। নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে ।
নিহত জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। এ ঘটনায় পিংকির সহপাঠী একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুরকে (১৮) আটক করেছে র্যাব।
আরও পড়ুন: ইবি শিক্ষিকার প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
র্যাব-৬ এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, পিংকি ও কবির উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। পরে সম্পর্কের অবনতি হওয়ায় পিংকিকে কৌশলে তার বাড়িতে নিয়ে এসে গত ৯-১০ দিন আগে জবাই করে হত্যা করেন কবির। পরে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।