হাইকোর্টেও জামিন পেলেন না ‘মাদক বিজ্ঞানী’ সাঈদ
বিভিন্ন ধরণের মাদক নিয়ে গবেষণা চালানো ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামিন মেলেনি হাইকোর্টেও। সোমবার (৯ জানুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আবেদনটি তালিকা থেকে বাদ দেন।
আসামিপক্ষে শুনানি করেন সাবেক আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওনাইসী সাঈদ জামিন আবেদন করেছিলেন। তবে হাইকোর্ট তার জামিন আবেদনটি বাদ করে দিয়েছেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়মিত চায় ঢাবি ছাত্রলীগ
উল্লেখ্য, গত বছরের ১ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মাদক গবেষক সাঈদকে গ্রেফতার করেছিল র্যাব। এ সময় তার গুলশানের বাসা থেকে ১০১ গ্রাম কুশ, ৬ গ্রাম হেম্প, ০.০৫ গ্রাম মলি, ১ গ্রাম ফেন্টানল, ১৮ গ্রাম কোকেন, ১২৩ পিস এক্সট্যাসি, ২৮ পিস এডারল ট্যাবলেট জব্দ করে র্যাব। এছাড়াও আরও জব্দ করা হয় ২ কোটি ৪০ লাখ টাকা ও অন্তত ৫০ লাখ টাকার মার্কিন ডলার।
পরে সাঈদের কাছে তথ্য পেয়ে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে বিদেশি প্রজাতির কুশ তৈরির বেশকিছু প্ল্যান্ট ও সেটআপ জব্দ করেছিলেন তাঁরা।