ত্রিভূজ প্রেমের বলি এসএসসি পরীক্ষার্থী জেসি, আদালতে স্বীকারোক্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩, ০৭:৫৭ PM
ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন মুন্সীগঞ্জের এলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন (এভিজেএম) স্কুলের এসএসসি পরীক্ষার্থী জেসি মাহমুদ। জেসির হত্যাকারীর স্বীকারোক্তি থেকে এমনটাই জানা গেছে।
বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার আসামি ও বিজয়ের আরেক প্রেমিকা আদিবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের কোর্টগাঁওয়ের এইচএসসি পরীক্ষার্থী বিজয় রহমানের সঙ্গে প্রেম ছিল জেসির। বিজয় একই সাথে তার সহপাঠী নয়াগাঁও এলাকার পঞ্চসার ইউপির সদস্য জাহিদ হাসানের মেয়ে আদিবা ও জেসির সাথে প্রেম করছিলো। বিজয় ও জেসির মধ্যকার একান্ত আলাপচারিতা স্ক্রিনশট আদিবাকে পাঠায় জেসি। সেটি দেখে আদিবা বিজয়কে প্রশ্নবিদ্ধ করে। এই নিয়ে তারা ৩ জন মঙ্গলবার সন্ধ্যায় একসঙ্গে বিজয়ের বাসার ৫ম তলার ছাদে একত্রিত হয়।
সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে আদিবা ও বিজয় উভয়ই জেসিকে মারধর করে। ধস্তাধস্তির পর বিজয় গলা চেপে ধরে মাথা দেয়ালের সঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই জেসি অচেতন হয়ে পড়ে। জেসির মোবাইল ও জুতা ছাদ থেকে বিজয় নিচে ফেলে দেয়। এরপর জেসিকে কোলে করে এনে ভবনের নিচে মাটিতে রেখে জেসি লাফ দিয়েছে এমন নাটক সাজায় বিজয়। পরে কয়েকজনের সহায়তায় জেসিকে হাসপাতালে এনে পরে বিজয় সরে পড়ে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, নিহত জেসির ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে বিজয় ও আদিবাকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় আদালতে প্রেমিকা আদিবা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরপর তাকে কারাগারারে পাঠানো হয়েছে।