সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ বিক্রি করতেন ১৯ বছরের এই তরুণ
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মো. রাকিব হোসেন ঘরামী (১৯) নামে ওই তরুণের কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ জানুয়ারি) র্যাব-১০ এর অভিযানে জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য মো. রাকিব হোসেন ঘরামীকে (১৯) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতার তরুণ বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলেও জানায় র্যাব।