ফেসবুকে চাকরির বিজ্ঞাপন, প্রার্থীদের আটকে রেখে হতো টাকা আদায়

সাত জনকে আটক করেছে র‌্যাব
সাত জনকে আটক করেছে র‌্যাব  © সংগৃহীত

ফেসবুকে দেয়া হতো চাকরির ভুয়া বিজ্ঞাপন। পরে আগ্রহী তরুণ-তরুণীদের চাকরি দেয়ার কথা বলে ডেকে আনা হতো। এক পর্যায়ে আটকে রেখে হাতিয়ে নেয়া হতো অর্থ। এমন অভিযোগে সাত জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

চক্রের সদস্যরা খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকায় ওগ্নি কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা চালিয়ে আসছিল। শনিবার রাত ৮টায় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রোববার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব কর্মকর্তা মো. সারোয়ার হোসেন।

আটকদের মধ্যে রয়েছেন- অভয়নগরের সৈয়দ তানভীর আহম্মেদ, খুলনার দিঘলিয়ার মো. সাহাবুদ্দিন, ঝালকাঠি রাজাপুরের মো. সোহেল, মোল্লারহাট হাড়িদাহের মো. রেজাউল করিম, সাতক্ষীরা শ্যামনগর জাদরপুরের মো. জাহিনুর ইসলাম, নগরীর বয়রার মো. জহিরুল ইসলাম ও ঝালকাঠির রাজাপুরের নাহিদ জাহান জুঁই।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, ফেসবুকে চাকরি দেয়ার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বেকার তরুণ-তরুণীকে ফাঁদে ফেলে তাদের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি। এরই সূত্র ধরে র‍্যাব-৬ এর সদস্যরা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটিকে চিহ্নিত করে।

এক পর্যায়ে চক্রটি বেশ কিছু তরুণ-তরুণীকে অফিসে আটকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। একইসঙ্গে অভিযুক্তদের আটক করা হয়েছে।

এ সময়ে তাদের থেকে ১০টি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ, ৪০টি ভর্তি ফরম, ৪৫টি অঙ্গীকার নামা, একটি সিসি ক্যামেরার ডিভাইস, চারটি রেজিস্ট্রার ও ৫৪ হাজার ২১০ টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দ করা আলামতসহ তাদেরকে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলা করে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ সংবাদ