সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি নিহত
সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই বাংলাদেশি নিহত হন বলে জানা গেছে।
রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহত ব্যক্তির নাম মদসসির আলী (৫২)। তিনি জৈন্তাপুর থানার গুয়াবাড়ি আদর্শ গ্রামের ছদ্দর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতের সীমান্ত এলাকার পাহাড়ের বাসিন্দা খাসিয়া সম্প্রদায়ের লোকজন সুপারি চাষ করে থাকেন। এসব সুপারি সংগ্রহে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে থাকে বলে জানা যায়। চোর সন্দেহ করলে বা কথা কাটাকাটি থেকে ভারতীয় খাসিয়ারা অবুপ্রবেশকারীদের দিকে গুলি ছুঁড়ে থাকেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চোখ ফাঁকি দিয়ে ভারতে অনুপ্রবেশ করলেও ভারতের নাগরিকের হাতে বাংলাদেশির প্রাণহানির খবর প্রায়ই পাওয়া যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ‘ভারতের খাসিয়া পল্লী থেকে সুপারি চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে নিহত হন মদসসির।নিহতের সঙ্গে থাকা অন্যরা তার মৃতদেহ দেশের সীমান্তের ভেতর নিয়ে আসলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ পাঠিয়েছে।’