১৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৫

শিক্ষা কর্মকর্তাকে অপহরণ করে রুমে আটকে পিটুনি, যুবক গ্রেপ্তার

শিক্ষা কর্মকর্তাকে অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার  © প্রতীকী ছবি

বরগুনা সদরের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহম্মদ আরিফুজ্জামানকে অপহরণের অভিযোগ উঠেছে। তাকে রুমে আটকে রেখে নির্যাতন, টাকা ছিনতাই ও সাদা স্টাম্পে সাক্ষর নেওয়া হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় শহিদুল ইসলাম পলাশ (৪০) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহমেদ। তিনি বলেন, শিক্ষা কর্মকর্তাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে পলাশ নামের একজন গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন: খাতা-কলম-বইয়ের দামে দিশেহারা শিক্ষার্থীরা, ফটোকপিতেও বিপদ

শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, পলাশের স্ত্রী প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনলাইনে আবেদনে ত্রুটি থাকায় তার বদলি হয়নি। এ জন্য বুধবার সন্ধ্যায় আমাকে পলাশসহ তিনজন শহরের বাজার সড়ক থেকে মোটরসাইকেল থেকে নামিয়ে জোর করে একটি ঘরে আটকে নির্যাতন করে। 

তিনি আরও বলেন, আমার পকেটে থাকা টাকা ছিনতাই করে সাদা স্টাম্পে সাক্ষর করে নিয়েছে। এ ঘটনা কাউকে বললে বসতঘর পুড়িয়ে দেয়াসহ হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়।