স্কুল থেকে ৫৩ হাজার টাকা ঘুষ নিলেন শিক্ষা কর্মকর্তা
সিরাজগঞ্জের রায়গঞ্জের একটি স্কুলে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে এসে ৫৩ হাজার টাকা ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে তিনি ঘুষের টাকা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
জানা যায়, শনিবার উপজেলার ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী, নৈশ প্রহরী, অফিস সহায়ক ও পরিছন্নতা কর্মী পদে চারজনকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। আর এই নিয়োগ কার্যক্রমে সহায়তা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, ঘুষের বিনিময়ে ওই চারটি পদে নিয়োগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ডিজির প্রতিনিধিকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন প্রধান শিক্ষক।
আরও পড়ুন : অষ্ট্রেলিয়ার বিপক্ষে মেসির ‘হাজার’ রেকর্ডের ম্যাচ
এ ব্যপারে জানতে চাইলে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন ভূইয়াগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমি ৫০ হাজার টাকা নিয়েছি আমার সম্মানী হিসেবে। এটা ঘুষ নয়। আর ৩ হাজার টাকা নিয়েছি গাড়ি ভাড়া হিসেবে।’
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল ঢাকা সাংবাদিকদের বলেন, নিয়োগ প্রক্রিয়া সবসময়ই স্বচ্ছ হবে এটাই প্রত্যাশা। যেহেতু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন তিনি সম্মানী নিয়েছেন সে ক্ষেত্রে তাদের কত টাকা সম্মানী নেওয়ার নিয়ম আছে সেটা আমি জানিনা। যদি অনিয়ম দুর্নীতি হয়ে থাকে তাহলে শিক্ষা বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্লাহ সাংবাদিকদের বলেন, এত টাকা কারো সম্মানী হতে পারে না। বিষয়টি জানার চেষ্টা করব।