২৯ অক্টোবর ২০২২, ০৮:৪৪

ঢাকা থেকে ফেরা বাবা-ছেলের লাশ মিলল গ্রামের বাড়িতে

বাগেরহাটের মোল্লারহাট থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে  © প্রতীকী ছবি

বাগেরহাটে মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামে বসত ঘর থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের দরজা ভেঙে শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯ টার দিকে গৃহকর্তা মো. হায়দার মোল্লা (২৮) ও তিন বছরের শিশুপুত্র জিসানের লাশ দেখতে পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বাবা ও ছেলের লাশ।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বড় গাওলা গ্রামের মোহাম্মদ হায়দার মোল্লা ঢাকায় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। পারিবারিক কলেহে তার স্ত্রী জোবাইদা খাতুন ছয় মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

আরো পড়ুন: দাঁতে ব্যাথা, ফেসবুকে স্ট্যাটাসের পর না ফেরার দেশে কলেজছাত্রের

হায়দার মোল্লার শিশু সন্তান জিসান দাদার বাড়িতেই থাকতো। তিনি জানান, হায়দার বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি আসেন। শুক্রবার রাতে নিজ ঘরে জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে হায়দার আত্মহত্যা করেন। দীর্ঘ সময় দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও সাড়াশব্দ না পেয়ে রাত ৯টার দিকে দরজা ভেঙে ফেলেন পরিবারের অন্যান্য সদস্যরা।

এ সময় তারা দেখতে পান খাটের ওপর শিশু জিসানের নিথর দেহ পড়ে রয়েছে। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে হায়দারের দেহ। এরপর খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।