ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের মামলা খারিজ
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পরেই তা খারিজ করে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাহ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। তবে, কোনো যুক্তিযুক্ত ভিত্তি না পাওয়ায় মামলাটি খারিজ করেন আদালত। বেঞ্চ অ্যাসিসট্যান্ট গৌতম চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারে ইয়ামিন উল্লেখ করেছিলেন, গত ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে র্যালির আয়োজন করে। ওই কর্মসূচিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে ১৩ জন আহত হয়।
ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধরে ২০১৯ সালের ৭ অক্টোবর নিহত হয়েছিলেন আবরার।