১২ অক্টোবর ২০২২, ১১:২৭

বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না শিক্ষক আব্দুল জলিল

বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না শিক্ষক আব্দুল জলিল
সড়ক দুর্ঘটনায় নিহত মো. আব্দুল জলিল  © সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল জলিল (৩৩) নামে একজন শিক্ষক প্রাণ হারিয়েছেন। মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে নিহত হন তিনি। আব্দুল জলিল বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আকবর আলীর ছেলে।

কিসামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আব্দুল জলিল। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের বীরগঞ্জের ঝাড়বাড়ি ধুলাউড়িতে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঝাড়বাড়ী বাজারে যাচ্ছিলেন আব্দুল জলিল। পথে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের ধুলাউড়িতে মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।