১০ অক্টোবর ২০২২, ১২:৪৯

কলেজ ভিপিসহ ৩ ছাত্র হত্যা: ৭ ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিহত তৌহিদুল ইসলাম, মুরাদ বিশ্বাস ও সমরেশ বিশ্বাস  © সংগৃহীত

ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের জিএসের উপর হামলা, মামলা ও ভিপি মুরাদসহ তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ সভাপতিসহ ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
 
রবিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। 

চিঠিতে বলা হয়, প্রাথমিক তদন্তে সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।এজন্য, সহ সভাপতি ফহিম হাসান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস হাদিউজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম অর্ক, জেলা শাখার কর্মী ফরহাদ -২, নিয়ন ও ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ ছাত্রলীগ শাখার কর্মী ফরহাদ-১ ও মুস্তাকিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদেরকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কারের জন্যও কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

গত ৭ অক্টোবর কলেজের জিএস সজিব হোসেনের ওপর হামলার সময় পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ভিপি মুরাদসহ তিন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। সেদিন রাতে স্থানীয় ড্রিম ভ্যালি পার্কের কাছে প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন সরকারি ভেটেরিনারি কলেজছাত্র সংসদের ভিপি মুরাদ, শিক্ষার্থী তৌহিদ ও শমরেশ। 

প্রাণ বাঁচাতে মোটরসাইকেলে চড়ে দ্রুত পালাতে গিয়ে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ১৮ মাইল নামক স্থানে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন। হামলার ঘটনায় কলেজছাত্র সংসদের জিএস সজিব হোসেনসহ আহত হন তিনজন। এসব ঘটনায় জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে বেরিয়ে আসে।

জানা যায়, সরকারি ভেটেরিনারি কলেজ ক্যাম্পাস বেশ কয়েক মাস ধরে উত্তপ্ত। ডিভিএম ডিগ্রি পাওয়ার দাবিতে আন্দোলন করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। নিহত ও আহতরা ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এছাড়াও তারা ছাত্রলীগের রাজনীতির সাথেও জড়িত।