পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা শিক্ষক সমিতির কার্যালয় থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সমন্বয়কারীর সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, যুগ্ন সম্পাদক মোসা: নাসিমা বেগম, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কমিটির সভাপতি আঃ রব জোমাদ্দার, সাধারণ সম্পাদক আঃ জব্বার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো: জসিম উদ্দিন সুমন, প্রভাষক আনিচুর রহমান মিন্টু, সহকারী প্রধান শিক্ষক মো: হারুন অর-রশীদ প্রমূখ।
আরও পড়ুন: ভেঙে পড়েছে শরীর, তবুও মাসে ৭০ হাজার টাকা আয় হাসানের
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা জাতীয়করনসহ বিভিন্ন দাবী সমাধানের আশা প্রকাশ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।