০৪ অক্টোবর ২০২২, ১২:৩৭

রাজধানীতে কলেজছাত্রের কাঁধে ছুরি বসিয়ে দিল ছিনতাইকারীরা

আহত কলেজছাত্র সজীব মোল্লা  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সজীব মোল্লা (২৩) নামে এক কলেজছাত্র ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার সাড়ে ১২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনায় আহত সজীবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সজীব জানান, তার বাড়ি ভোলা লালমোহনের নাজিরপুর গ্রামে। ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তিনি। ঢাকা উদ্যান কলেজ রোডে মেসে থেকে টিউশনি করেন।

তিনি জানান, রাতে বসিলা এলাকায় টিউশনি শেষে বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকা উদ্যান এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী পথরোধ করে। তারা মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে তার কাঁধে ছুরিকাঘাত করে সাড়ে ১২ হাজার টাকা ও বাটন মোবাইল সেট হাতিয়ে নেয়।

আরো পড়ুন: কলেজছাত্রীকে ধর্ষণ, বাকি জীবন জেলে কাটাতে হবে যুবকের

সেখান থেকে আহত অবস্থায় সজীব ফুপুর বাসায় চলে যান। তখন তারা তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে সজীব ভর্তি রয়েছেন।