পরীক্ষার আগেই ৩০০ টাকায় এসএসসির প্রশ্নপত্র দেন তারা
পরীক্ষার আগের রাতেই দেওয়া হবে এসএসসির প্রশ্নপত্র। কমনও পড়বে। এ জন্য দিতে হবে ৩০০ থেকে এক হাজার টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিজ্ঞাপন দিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে একটি চক্র টাকা হাতিয়ে নিয়েছে। দুই সদস্যকে গ্রেফতারের পর এ প্রতারণার বিষয়টি জানিয়েছে পুলিশ।
চক্রটি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আগাম পাইয়ে দেয়ার বিজ্ঞাপন দিত। তা পেতে খরচ ৩০০ থেকে এক হাজার টাকা। কৌশলে বিগত বছরের প্রশ্নপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয় চক্রটি।
আরো পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে গেলেন প্রধান শিক্ষক
গ্রেফতারকৃতরা বলেন, ফেসবুকে টাকার বিনিময়ে লিংক দিতেন। গুগল থেকে আগের বছরের প্রশ্নের সাজেশন দিতেন তারা। পুলিশ বলছে, প্রশ্নফাঁসের সক্ষমতা প্রতারকদের নেই। যেসব পরীক্ষার্থী ও অভিভাবক এসব চক্রের পেছনে ছোটেন তাদেরও আইনের আওতায় আনা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, অভিভাবকদের দায়িত্ব তাদের পেছনে না ছুটে ছেলেমেয়েরা যেন লেখাপড়া করে, সেদিকে খেয়াল রাখা। কেউ এ ধরনের অনৈতিক প্রস্তাব দিলে তাদের ধরিয়ে দেন বা ডিবিকে জানান।