এসএসসি পরীক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে গেলেন প্রধান শিক্ষক
নাটোরের গুরুদাসপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা করেন। গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন এ তথ্য জানিয়েছেন।
মামলার আসামি ফিরোজ আহমেদ (৪৮) নাজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মেয়েটি ওই স্কুল থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
মামলায় বলা হয়েছে, ছাত্রীর মাকে ধর্ম আত্মীয় বানিয়ে বাড়িতে যাতায়াত করতেন ফিরোজ। শনিবার পরীক্ষা শেষে মেয়েটি বাসায় না ফেরায় বাবা-মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন, ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে রাজশাহীর বাসায় নিয়ে গেছেন ফিরোজ।
আরো পড়ুন: দায়িত্ব হারালেন শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখানো সেই শিক্ষক
পরে ফিরোজের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়। এরপর অপারগতা জানালে শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। এ বিষয়ে ফিরোজের বক্তব্য জানা যায়নি।
গুরুদাসপুর থানার ওসি বলেন, মামলার পর থেকে শিক্ষককে খুঁজে বের করার চেষ্টা চলছি। তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।