ঘরে দুর্গন্ধ, পাওয়া গেল দুই ছেলে ও মায়ের পচা লাশ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিজ বাড়ি থেকে দুই ছেলেসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পিবিআই, সিআইডি এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। তারা হলেন, রওশন আরা বেগম (৩৫), ছেলে জেহাদুল ইসলাম (১১) ও মাহিন হোসেন (৩)। ৫-৬ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এলাকাবাসীর বরাতে ওসি তাজমিলুর রহমান জানান, তাঁত শ্রমিক সুলতান সেখের সাথে স্ত্রী রওশন আরার দাম্পত্য কলহ ছিল। রওশন আরা দুই শিশু সন্তান নিয়ে ধুকুরিয়াবেড়ার মৌবুপুর গ্রামে ছিলেন। ৫-৬ দিন ধরে তাদেরকে বাড়িতে দেখা যাচ্ছিল না। শনিবার সন্ধ্যায় ঘরে তিন জনের লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
সিরাজগঞ্জ পিবিআইয়ের এসপি রেজাউল করিম জানান, লাশ তিনটি ৫-৬ দিনের আগের বলে ধারণা করা হচ্ছে। পচন ধরায় শরীরের অধিকাংশ অংশ ফুলে ফোসকার মতো হয়ে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছিল।
আরো পড়ুন: বিয়ের তিনমাস পর ফাঁস দিয়ে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’
স্থানীয়রা জানান, সুলতানের দ্বিতীয় স্ত্রী আছে। এ কারণে রওশনদের সঙ্গে থাকতেন না। দ্বিতীয় স্ত্রীর মামলায় দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিনে বের হন। রওশন ৫-৬ দিন কাজে যাননি। ফলে মহাজন তার বড় বোন লিলি খাতুনকে ফোন দেন। ফোন পেয়ে বিকেলে বোনের বাড়িতে এসে দেখেন, ঘরের দরজা আটকানো। দরজা খুলেই মেঝেতে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।
দাম্পত্য কলহের কারণে বিষ বা অন্য কিছু প্রয়োগে হত্যা করা হয়েছে কিনা, তা খুঁজছে পুলিশ। সিআইডি পুলিশের পরিদর্শক মো. ওয়াহেদুজ্জামান বলেন, কয়েকটি মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। লাশ উদ্ধারের পর বাকি প্রক্রিয়া শুরু হবে। রওশনের স্বামীকেও খুঁজছে পুলিশ। সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, রহস্যজনক মৃত্যুর কারণ খুঁজতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।