মোটরসাইকেল চালানো শেখাটাই কাল হলো শিক্ষকের
খুলনায় বাসচাপায় মাদরাসা শিক্ষক মো. শরিফুল ইসলাম (২৩) ও মসজিদের মুয়াজ্জিন মো. বেলাল হোসেন (২৪) নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনে।
রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন হাফেজ শরিফুল। আর রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল। শরিফুলের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামে। বাবার নাম মো. কাওছার হোসেন। বেলাল রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।
আরো পড়ুন: পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, রাতে পাওয়া গেল ঝুলন্ত মরদেহ
স্থানীয়রা জানান, রাজবাঁধ সড়ক থেকে মোটরসাইকেল চালিয়ে মহাসড়কে উঠছিলেন তারা। এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস মোটরসাইকেলটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল ও বেলাল মারা যান।
মসজিদের সেক্রেটারি মো. রফিকুল ইসলাম বলেন, বেলালের কিছুদিন আগে একটা চাকরি হয়েছে। সেজন্য গাড়ি চালানো শিখতে ইমামের মোটরসাইকেল নিয়ে বের হন। শরিফুল মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে ছিলেন বেলাল। বাসটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
হরিণটানা থানার ওসি এমদাদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি জব্দ করা যায়নি।