১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২

পরীক্ষা খারাপ হওয়ায় হতাশা, ঝুলন্ত লাশ পাওয়া গেল মন্দিরার

খুলনায় এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে  © প্রতীকী ছবি

এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হওয়ায় মন ভালো ছিল না খুলনার মন্দিরা বৈরাগীর (১৬)। পরে তাঁর ঝুলন্ত নিথর দেহ পাওয়া যায়। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর আড়ংঘাটার রংপুর শাড়াতলা গ্রামে নিজ ঘরের আড়ায় ওড়নায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর দেহ পাওয়া যায়।

মন্দিরা ওই গ্রামের রনজিত বৈরাগীর মেয়ে। সে রংপুর মধ্যপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

মন্দিরার চাচা গোবিন্দ জানান, বাড়ির লোকজন ঘরের আড়ায় ঝুলতে থাকা অবস্থায় মন্দিরাকে দেখতে পায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষা দিচ্ছে না এক জেলার ১২ শতাধিক ছাত্রী

তিনি বলেন, এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হওয়ায় হতাশায় ছিল সে। হয়তো সে কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ময়নাতদন্ত শেষে মন্দিরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।