বিদ্যালয়ের চুরি হওয়া ৯ ল্যাপটপ পাওয়া গেল তিন ছাত্রের কাছে
রাজবাড়ী বালিয়াকান্দির মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপের মধ্যে ৯টি উদ্ধার করেছে পুলিশ। শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপগুলো চুরি হয়। এ ঘটনায় ওই স্কুলের সপ্তম শ্রেণির তিন ছাত্রকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। গত ২৮ অক্টোবর রাতে বিদ্যালয়ের ল্যাব থেকে ১০টি ল্যাপটপ চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত থেকে অভিযান শুরু করে পুলিশ।
আরো পড়ুন: হোস্টেলে ফ্যানে ঝুঁলছিল মাস্টার্সের ছাত্রের নিথর দেহ
চুরির ঘটনায় জড়িত ওই স্কুলেরই সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় ৯টি ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি ল্যাপটপ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে তিন ছাত্রই চুরির কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হবে।