৩১ জানুয়ারি ২০২৬, ২১:২৪

রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ   © পিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানের দাপুটে জয়েই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল পাকিস্তান। এই জয়ে সংক্ষিপ্ত সংস্করণে দীর্ঘ ২ হাজার ৬৫০ দিন পর অজিদের হারানোর স্বাদ পায় দ্য গ্রিন ম্যানরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো সালমান আলি আগার দল।

অজিদের বিপক্ষে সবচেয়ে বেশি ব্যবধানে (৯০ রান) স্বাগতিকদের জয় এটি। সবমিলিয়ে পাকিস্তানের ইতিহাসে সপ্তম বড় জয় এটি। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আয়োজিত এই সিরিজে এমন জয় স্বাগতিকদের আত্মবিশ্বাসও বাড়াবে নিঃসন্দেহেই।

শনিবার (৩১ জানুয়ারি) লাহোরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি দাঁড় করায় পাকিস্তান। জবাবে ১৫ দশমিক ৪ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

মূলত স্বাগতিকদের স্পিন বিষেই কুপোকাত হয় অজিরা। ১০ উইকেটই নেন পাকিস্তানের স্পিনাররা। এর মধ্যে তিনটি করে উইকেট নেন দুই লেগি আবরার আহমেদ আর শাদাব খান, দুটি উইকেট নেন অফস্পিনার উসমান তারিক এবং মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবের ঝুলিতে একটি করে উইকেট গেছে। 

অজিদের হয়ে কেবল ক্যামেরন গ্রিন আর ম্যাথিউ শর্টই লড়াই করেছিলেন। গ্রিন ২০ বলে ৩৫ আর শর্ট ২৩ বলে ২৭ রান করেন। বাকিদের মধ্যে মিশেল মার্শ (১৮) এবং জেভিয়ার বার্টলেট (১০) দুই অঙ্ক স্পর্শ করেছেন।

এর আগে, সালমান আলি আর উসমান খানের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুই শ' ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। যেখানে ৮ চার আর ৪ ছক্কায় ৪০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন পাকিস্তানি অধিনায়ক, ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৬ বলে ৫৩ করেন উসমান এবং ওপেনিংয়ে সাইম ১১ বলে ২৩ আর শেষদিকে ২০ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শাদাব খান।