বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত পাকিস্তানের, নেপথ্যে কী?
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্ট মাঠে গড়াতে আর সপ্তাহখানেক বাকি। তবে বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। মূলত ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পিসিবি। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার দ্য গ্রিন ম্যানদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাবর আজমরা। শনিবার (৩১ জানুয়ারি) সিরিজের টি-টোয়েন্টির টসের পর বিশ্বকাপ জার্সি উন্মোচনের কথা ছিল দ্য গ্রিন ম্যানদের। তবে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিন্তু কী কারণে সেটি স্থগিত করা হলো, আনুষ্ঠানিকভাবে এখনও এর ব্যাখ্যা দেওয়া হয়নি।
তবে পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৬ জানুয়ারি পিসিবিপ্রধান মহসিন নাকভি বলেছিলেন, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেছিলেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।