২৯ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

বাংলাদেশকে বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাল শ্রীলঙ্কা

ভারত-পাকিস্তান ম্যাচ  © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করারও ভাবনা পাকিস্তানের।

যদিও ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছিল পিসিবি, পাশাপাশি আইসিসিকে চিঠিও পাঠিয়েছিল তারা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি অন্যায় করেছে বলে অভিযোগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানান, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। 

পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে বিশ্বমঞ্চে দ্য গ্রিন ম্যানদের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারত-পাকিস্তান ঘিরে কড়া নিরাপত্তা জোরদারে প্রস্তুতি নিচ্ছে বৈশ্বিক এই মহারণের অন্যতম আয়োজক শ্রীলঙ্কা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষিত সশস্ত্র ইউনিট মোতায়েন করবে লঙ্কানরা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। নিরাপত্তা ইস্যুতে বিশেষ গুরুত্ব পাচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি। সংবাদসংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে।

তিনি বলেছেন, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনকে শ্রীলঙ্কা ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিচ্ছে এবং ‘ভারত-পাকিস্তান ম্যাচগুলোর প্রতি বিশেষ নজর’ রাখা হচ্ছে।

এদিকে ভারত ও বাংলাদেশ বিরোধে পুরো সময়জুড়েই নীরব অবস্থান বজায় রেখেছে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে।

এএফপিকে তিনি জানান, আঞ্চলিক বিরোধে জড়িয়ে পড়তে চায় না কলম্বো। তার ভাষায়, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে বিরোধ চলছে, সেখানে আমরা নিরপেক্ষ থাকছি। তারা সবাই আমাদের বন্ধুপ্রতিম দেশ।’

তিনি যোগ করেন, ‘ভবিষ্যতে যদি অনুরোধ আসে, তাহলে যেকোনো দেশের জন্যই টুর্নামেন্ট আয়োজন করতে শ্রীলঙ্কা প্রস্তুত।’