২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৩

বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভারতীয় তারকা

পাকিস্তান ক্রিকেট দল  © সংগৃহীত

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈশ্বিক আসরকে সামনে রেখে করা এক বিশ্লেষণে তিনি পাকিস্তান দলের ওপর স্পষ্ট আস্থা প্রকাশ করেন। তার মতে, সব অনিশ্চয়তা ও আলোচনা সত্ত্বেও বড় মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করার মতো শক্তি ও অভিজ্ঞতা পাকিস্তান দলের রয়েছে।

ভারতের একটি শীর্ষস্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মে আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানে ইরফান পাঠানের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা, চেতেশ্বর পুজারা, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়না ও সঞ্জয় বাঙ্গার। সেখানে আসন্ন বিশ্বকাপে কোন কোন দল নকআউট পর্বে উঠতে পারে, সে বিষয়ে প্রত্যেকে নিজেদের মতামত তুলে ধরেন।

বিশ্লেষকদের ভিন্ন ভিন্ন পূর্বাভাসের মধ্যে একমাত্র ইরফান পাঠানই সেমিফাইনালের সম্ভাব্য চার দলের তালিকায় পাকিস্তানকে রেখেছেন।

ইরফান পাঠানের মতে, বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সবচেয়ে জোরালো দাবিদার চার দল হলো অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। তার এই তালিকায় পাকিস্তানের অন্তর্ভুক্তি আলাদা করে নজর কাড়ে, কারণ অন্য কোনো বিশ্লেষক তাদের সেরা চারে দেখাননি। বরং বাকি বিশ্লেষকদের অধিকাংশই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে এগিয়ে রেখেছেন।

রবিন উথাপ্পা তার সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে বেছে নিয়েছেন। একইভাবে মোহাম্মদ কাইফের তালিকাতেও ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড জায়গা পেয়েছে। 

অন্যদিকে সুরেশ রায়না সেমিফাইনালের সম্ভাব্য চার দল হিসেবে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কাকে দেখেছেন।

এদিকে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে পাকিস্তান।

যদিও ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছিল পিসিবি, পাশাপাশি আইসিসিকে চিঠিও পাঠিয়েছিল তারা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি অন্যায় করেছে বলে অভিযোগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানান, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।