২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬

‘পাকিস্তান খেলবেই, বিশ্বকাপ বয়কটের সাহস তাদের নেই’

পাকিস্তান ক্রিকেট দল  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। দল ঘোষণা করা হলেও তারা শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। তবে ভারতের ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে ও অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানের মতে, বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবেই।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে জানা যেতে পারে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। গত ২৬ জানুয়ারি এই তথ্য প্রকাশ করেন তিনি।

এদিকে হার্শা ভোগলের পর্যবেক্ষণ অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড কৌশলগত কারণেই সিদ্ধান্ত ঘোষণায় বিলম্ব করছে। তার মতে, এই দেরির পেছনে কেবল অনিশ্চয়তা নয়, বরং একটি নির্দিষ্ট পরিকল্পনাও কাজ করছে।

ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজে তিনি বলেন, ‘পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে।’

তিনি আরও বলেন, ‘এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে, ম্যানেজার আসেনি তাই খেলব না, ওয়াকওভার দেব। এটা বিশ্বকাপ। তারা বলতে পারে না, আমরা ভারতের বিপক্ষে খেলব না। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে এর বিশাল প্রভাব পড়বে।’

হার্শার মতে, পাকিস্তান যদি সত্যিই না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের ফেরাতে কেউ আলাদা করে উদ্যোগ নেবে না।

তার ভাষ্যমতে, ‘পাকিস্তানও জানে তারা বিশ্বকাপে খেলবে। তারা এমনিতেই কোলাহল করছে। আমার মনে হয় পাকিস্তানও জানে, তারা যদি বলে বিশ্বকাপ খেলব না, তাহলে বলা হবে, এসো না। কেউ তাদের গিয়ে বলবে না, আসো আসো।’

একই অনুষ্ঠানে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও উড়িয়ে দেন অজিঙ্কা রাহানে। তিনি বলেন, ‘আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।’