নিজের কোম্পানির ব্যাট দিয়ে ‘না খেলা’ নিয়ে অদ্ভুত যুক্তি মিরাজের
বাংলাদেশের প্রথম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকেএস। এই ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মালিক মেহেদী হাসান মিরাজ। তবে সাম্প্রতিক সময়ে এমকেএস ব্যাট দিয়ে মিরাজ নিজেই খেলছেন না। এবার অবশ্য বিষয়টির খোলাসা করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। যদিও তার যুক্তি কিছুটা অদ্ভুতই বটে।
বুধবার (২৮ জানুয়ারি) এমকেএসের অনুষ্ঠানে মিরাজ বলেন, 'আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। স্পন্সরের বিষয় আছে। এর আগে কয়েকটা কোম্পানির (ব্যাট দিয়ে) খেলেছি। স্পন্সরশিপ ছিল, নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলাম, তার ভেতরে খেলতে পারব না। মাঝখানে খেলেছি। আবার খুব তাড়াতাড়ি এমকেএস দিয়ে খেলতে দেখতে পারবেন।'
আবারও এমকেএস ব্যাট দিয়ে খেলতে মুখিয়ে আছেন মিরাজ। এই অলরাউন্ডার বলেন, 'এটা তো আমাদেরই কোম্পানি। আমারই কোম্পানি। এটা যদি ভালো জায়গায় যায় আর আমি খেলতে পারি, অবশ্যই ভালো লাগবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটো ফিফটি করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে, শাহীন (ভাই) আমাকে ওই ট্যুরে ব্যাট দিয়েছিলেন। বিপিএলে গত বছর ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, ২১টি ছক্কা মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহীন (ভাই) তৈরি করে দিয়েছিলেন। ওই অনুভূতি অন্য পর্যায়ে ছিল। নিজের কোম্পানি, নিজে খেলছি; এটা অন্যরকম অনুভূতি। গত ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যত রান করেছি, বেশিরভাগই এমকেএসের ব্যাটে।'
মিরাজের দাবি, ব্যাট তৈরি করার কাজটা মূলত শাহীনই দেখভাল করেন। তার ভাষ্যমতে, 'শাহীনকে (ভাই) অনুরোধ করছি আপনি আমাকে আরও সুন্দর সুন্দর ব্যাট দেবেন। শুধু আমাকে না। প্রত্যেক কাস্টমারকে ঠিক আমার মতোই দেখবেন। আমি মিরাজ বলেই ভালো জিনিস দেবেন, এমন না। আমরা চেষ্টা করছি সব জায়গায় ভালো ব্যাট দেওয়ার জন্য। বিপিএলের অনেক খেলোয়াড় এসেছে, ওদের ব্যাট দেখিয়েছি। ওমরজাই আমাদের একটা ব্যাট নিয়েছে, আরও অনেকে নিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। দিনকে দিন আরও ভালো জায়গায় যাবে।'