ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রিশাদ
বিগ ব্যাশে দুর্দান্ত সময়ই কাটিয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে শিকার করেন ১৫ উইকেট। উইকেট বিবেচনায় তিনি দলের অন্যতম ইম্প্যাক্টফুল খেলোয়াড়ও। এবার সেটারই পুরস্কার পেলেন এই লেগি।
আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন রিশাদ। ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন ২৩ বছর বয়সী লেগ স্পিনার, তার অবস্থানও ক্যারিয়ার সেরা।
এর আগে, গেল বছরের ১৬ জুলাই প্রকাশিত র্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে ছিলেন রিশাদ। তবে সেবার তার রেটিং পয়েন্ট ক্যারিয়ারসেরা ৬২৩ ছিল। এবার অবশ্য ৪ রেটিং পয়েন্ট কমেছে।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন মোস্তাফিজুর রহমানও। এখন সপ্তমস্থানে অবস্থান করছেন দ্য ফিজ। তার রেটিং পয়েন্ট ৬৬৫।
তবে কাটার-মাস্টার ছাড়া বাংলাদেশের আর কোনো বোলারই বর্তমানে সেরা দশে নেই। বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজের পরেই আছেন শেখ মেহেদী হাসান। একধাপ পিছিয়ে ১৪ নম্বরে তিনি, তার রেটিং পয়েন্ট ৬৩৪।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয়স্থানে আফগানিস্তানের রশিদ খান (৭৩৭), তৃতীয়স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৭০২) এবং চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি (৬৯১)। তবে তালিকার শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। একধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ।