২৭ জানুয়ারি ২০২৬, ২০:০৬

সাকিবের ফেরা নিয়ে বিসিবিকে স্পষ্ট বার্তা তামিমের

তামিম ইকবাল ও সাকিব আল হাসান  © সংগৃহীত

সাকিব আল হাসানকে আবারও দেশের ক্রিকেটে ফেরানো নিয়ে সম্প্রতি নানা আলোচনা চলছে। দেশের ক্রিকেটের কঠিন সময় পার করতে তাকে ফেরানোর বিষয়ে ইতোমধ্যেই ক্রিকেট বোর্ডের ভেতরে আলোচনা শুরু হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এ প্রসঙ্গে এবার নিজের মতামত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

‘অফ স্ক্রিন উইথ সাঈদ জামান’ পডকাস্টে অংশ নিয়ে সাকিবকে নিয়ে তামিম বলেন, ‘সে (সাকিব) বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ। একজন ক্রীড়াবিদ হিসেবে তার অবস্থান নিয়ে কোনো সন্দেহ নেই।’

তবে সাকিবের ফেরার বিষয়টি নিয়ে বোর্ডের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন তামিম। তার ভাষ্যমতে, ‘যদি সরকার থেকে সবুজ সংকেত পাওয়া যায় এবং সবদিক থেকে বিষয়গুলো ঠিক থাকে, তাহলে বোর্ড যদি মনে করে সে সক্ষম, তাহলে তাকে খেলানো উচিত। কিন্তু যদি এটা শুধু লোক দেখানো বা কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, তাহলে সেটা না করাই ভালো।’

তামিম যোগ করেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সে (সাকিব) এই সম্মান পাওয়ার যোগ্য। তার সঙ্গে এ ধরনের বিষয়, নোংরামি বলবো না—কিন্তু এ ধরনের স্টান্টবাজি না করলেই ভালো।’

সাকিব ও তামিমের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই দ্বন্দ্বের কারণ প্রসঙ্গে তামিম বলেন, ‘সত্যি বলতে আমি নিজেও জানি না। এমন কোনো নির্দিষ্ট ঘটনা, ঝগড়া বা কথা কাটাকাটির কথা আমার মনে পড়ে না। আমাদের মধ্যে কখনো এমন কিছু হয়নি। তবুও কোনোভাবে এটা তৈরি হয়েছে, সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে বাস্তবে বিষয়টা যতটা দেখানো হয়, ততটা নয়।’