‘ইন্টারন্যাশনাল’ নয়, আইসিসি হলো ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ : আফ্রিদি
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ উপেক্ষা করে আইসিসির কঠোর অবস্থানকে কেন্দ্র করে বিশ্ব-ক্রিকেটে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেকের চোখেই এটি একতরফা ও হঠকারী সিদ্ধান্ত। এই প্রসঙ্গে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি প্রকাশ্যেই আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাটিতে ভারতের প্রভাব এতটাই প্রবল যে তিনি আইসিসিকে কটাক্ষ করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলেও আখ্যা দিয়েছেন।
বাংলাদেশের দাবি কেন আমলে নেওয়া হয়নি, এই প্রশ্ন এখন ক্রিকেট অঙ্গনের কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন, আইসিসি আদতে ভারতের প্রভাব বলয়ের বাইরে নয়। ফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংস্থাটি স্বাধীনভাবে অবস্থান নিতে ব্যর্থ হয়। ক্রিকেট মহলে ক্রমেই জোরালো হচ্ছে সেই ধারণা, শেষ পর্যন্ত আইসিসির সিদ্ধান্ত নির্ধারিত হয় ভারতের চাওয়া-পাওয়াকে ঘিরেই, আর বাংলাদেশের ভেন্যু ইস্যুতে সেটারই প্রতিফলন দেখা গেছে।
এ নিয়ে আফ্রিদি বলেন, ‘দেখুন আইসিসি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, ওটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে গেছে। এই জিনিসটাও দেখতে হবে।’
আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ। আইসিসির দায়িত্বে আসার আগে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাও ছিলেন এই ভারতীয়।
এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘বর্তমানে আইসিসির চেয়ারম্যানও ভারতের হাতেই আছে। আর কথা হচ্ছে যে এই মুহূর্তে ভারত অনেক টাকা বিনিয়োগ করছে, ভারতের কাছে অনেক টাকা আছে, সবাই এই বিষয়টা জানে। কিন্তু এটাকে ভালো নজরে দেখা হবে না।’
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে বিসিসিআই চাপে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিসিসিআই নিজেরাই চাপে আছে। তারা পাকিস্তানের সঙ্গে বা অন্যান্য জায়গায় খেলতে চায়, নিজেদের খেলোয়াড়দের খেলতে দেখতে চায়, কিন্তু তাদের সমস্যা ওই ঘুরেফিরে মোদি সরকারের ওপর চলে আসে। মোদি তো এমনিতে ভারতকে দুনিয়াজুড়ে হাসির পাত্র বানিয়েছে, এখন ক্রিকেটের মাধ্যমেও আমি মনে করি অনেক ঘৃণা ছড়াচ্ছে।’