২৭ জানুয়ারি ২০২৬, ০০:২২

বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি

বিশ্বকাপ ট্রফি   © টিডিসি ফটো

নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের কোনো সাংবাদিককে সংবাদ সংগ্রহের অনুমতি বা এক্রিডিটেশন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার এক ইমেইল বার্তায় আইসিসি বিসিবির তালিকাভুক্ত সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে। মূলত টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ না থাকাকেই সংবাদ সংগ্রহের অনুমতি না দেওয়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

আইসিসি তাদের বার্তায় স্পষ্ট করে জানিয়েছে, "বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।" এর আগে বিসিবি আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল। একই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আইসিসির কাছে এক্রিডিটেশনের আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। তবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে তাদের কাউকেই স্বীকৃতিপত্র দিচ্ছে না আইসিসি।

মূলত সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসায় বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নিচ্ছে না। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার ভারতে গিয়ে খেলার অনুমতি দেয়নি। এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এর আগে জানিয়েছিলেন, "ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।" আইসিসির সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই পরিস্থিতিরই একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।