২৬ জানুয়ারি ২০২৬, ১৬:১১

বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক

আমিনুল হক  © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। গত শনিবার শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন এনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে আইসিসি। পুরো পরিস্থিতির সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই।

এ বিষয়ে বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিবি চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। তার মতে, বিষয়টি শুরুতেই দক্ষতার সঙ্গে সামাল দিতে পারলে হয়তো বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতো না।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেছেন, ‘মুস্তাফিজ ইস্যু নিয়ে বারবার কথা বলেছি। যে ধর্মকে ব্যবহার করে মুস্তাফিজের মতো বোলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেটা যদি বোর্ড, আইপিএলের সাথে জড়িতদের সাথে বসে কথা বলে সমাধান করা যেত, তাহলে এখনের বিশ্বকাপের পরিস্থিতি না-ও সৃষ্টি হতে পারত।’

আমিনুল আরও বলেন, ‘এই ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয় খতিয়ে দেখা হবে। এখানে কারো কোনো দুরভিসন্ধি উদ্দেশ্য থাকলে সেটাকে তদন্ত করে বের করে বাংলাদেশের জনগণ সেই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ।’

পরিচালকদের বেফাঁস মন্তব্য, ক্রিকেটারদের খেলা বয়কট প্রসঙ্গে আমিনুল বলেন, ‘এগুলো খুবই হাস্যকর। ক্রিকেটাররা খেলা ছেড়ে বোর্ডের পরিচালকের পদত্যাগের জন্য খেলা বন্ধ করে দেবে, এটা যেমন শোভনীয় না, বোর্ডের পরিচালক তিনিও যে বক্তব্যের মাধ্যমে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন এটিও আসলে সমীচীন হয়নি। খেলোয়াড় এবং ক্রিকেট সংগঠকদের পেশাদারিত্বের মনোভাব বজায় রাখা উচিত। তারা সবকিছু একটু ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে।’

বিশ্বকাপ প্রসঙ্গে আমিনুল এ-ও বলেন, ‘সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই ধরনের টুর্নামেন্টে হয়তো সাময়িক ক্ষতিগ্রস্ত হব, তবে দীর্ঘ মেয়াদে আমাদের যে সম্মান, আমাদের যে দায়িত্ববোধ, দায়িত্ববোধ সম্পর্কে আমাদের সচেতন করবে। ভারতীয় ক্রিকেট বোর্ড, আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড, আইসিসির সঙ্গে কথা বলে এটাকে ভালো সিদ্ধান্তের পর্যায়ে নিয়ে আসতে পারত। আমার মনে হয়েছে কোথাও না কোথাও কমিউনিকেশনের অভাবের কারণে এটিকে আরও সুন্দরভাবে সমাধান করা যেত।’

ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমিনুল, ‘আমরা সবসময় খেলার পক্ষে। ক্রিকেটাররা মাঠে খেলবে এটাই স্বাভাবিক। বাংলাদেশ দল দীর্ঘ দিন ধরে বিশ্বকাপে খেলছে। বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল অবস্থায় আছে। কেন আমরা খেলতে যেতে পারছি না, সবার আগে যেহেতু নিরাপত্তার কথা বলেছি, সবার আগে বাংলাদেশের কথা বলেছি, সেটাকে প্রাধান্য দিয়ে সমাধান করার সুযোগ ছিল কিনা সেটাও খতিয়ে দেখার দরকার। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটাই স্বাভাবিক। যেহেতু সবার আগে বাংলাদেশ রয়েছে, আমরা আমাদের জায়গা ধরে রেখে বিশ্বকাপে যেতে পারছি না, এটি দেশবাসীর চাওয়া ছিল। সবার আগে বাংলাদেশ, সবার আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল।