২৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

গুঞ্জনের অবসান ঘটিয়ে রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিবি সভাপতি

আমিনুল ইসলাম বুলবুল  © সংগৃহীত

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভর এই খবরে সরগরম ছিল ক্রিকেটপাড়া। যদিও বিসিবির একাধিক পরিচালক তখনই দাবি করেন, বুলবুল দেশেই অবস্থান করছেন।

গুঞ্জন নিয়ে গণমাধ্যমে নিজেও কথা বলেন বিসিবি সভাপতি। তিনি স্পষ্ট করে জানান, তিনি দেশেই আছেন এবং বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

সব জল্পনার অবসান ঘটে সোমবার (২৬ জানুয়ারি) সকালে। সকাল সাড়ে ১০টা থেকে এগারোটার মধ্যে বিসিবিতে উপস্থিত হয়ে বিষয়টি পরিষ্কার করে দেন বুলবুল। এ সময় তাকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায়। পাশাপাশি, নিয়মিত দাপ্তরিক কাজেও অংশ নেন তিনি।

এরপরই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবি ম্যাচ রেফারি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে বক্তব্য দেন বিসিবি সভাপতি। বিসিবির সংশ্লিষ্ট বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছেন আম্পায়ার্স এডুকেশন কনসালটেন্ট সাইমন টফেল।