বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর চিন্তা পাকিস্তানের, নিষেধাজ্ঞার হুমকি আইসিসির
বাংলাদেশ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির সাম্প্রতিক মন্তব্যে হতাশা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একইসঙ্গে পাকিস্তানকে একই পথে হাঁটলে গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তান যদি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
এই নিষেধাজ্ঞাগুলোর মধ্যে সমস্ত দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি খেলোয়াড়দের জন্য অনাপত্তি সনদ (এনওসি) প্রত্যাখ্যান করা এবং এশিয়া কাপ থেকে বাদ দেওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে।
একটি সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, ‘যদি পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসি একাধিক নিষেধাজ্ঞা আরোপ করবে, যার মধ্যে যেকোনো আন্তর্জাতিক দলের সাথে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলা, পিএসএলে বিদেশি খেলোয়াড়দের জন্য কোনো এনওসি এবং এশিয়া কাপে অংশগ্রহণ না করা।’
এর আগে আইসিসিকে ‘দ্বিমুখী আচরণের’ জন্য সমালোচনা করেছিলেন নকভি, দাবি করেছিলেন যে বাংলাদেশের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিদেশ থেকে ফেরার পর সর্বোচ্চ সরকারি পর্যায়ে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
নকভি বলেছিলেন, ‘বাংলাদেশের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে। একটি দেশ যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে, অন্য দেশের ক্ষেত্রে তা বিপরীত। বাংলাদেশ একটি প্রধান অংশীদার এবং এই অবিচার হওয়া উচিত নয়।’
পিসিবি আইসিসিকে বাংলাদেশের জন্য একটি হাইব্রিড মডেল বিবেচনা করার আহ্বান জানায়, যা পাকিস্তানের ব্যবস্থার মতো, এই ব্যবস্থার মাধ্যমে পাকিস্তান তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো কলম্বোতে খেলতে পারে।
নকভি আরও বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের মতো আইসিসির পূর্ণ সদস্য। পাকিস্তান ও ভারতকে যদি একই সুবিধা দেওয়া হয়, তবে বাংলাদেশের ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হওয়া উচিত। একটি দেশ অন্য দেশের উপর শর্ত চাপিয়ে দিতে পারে না।’