পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
আইসিসির সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ, তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুরু থেকেই এই সিদ্ধান্তকে অন্যায় হিসেবে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় তারা।
এদিকে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত এই অবস্থানে অনড় থাকে বিসিবি। পাকিস্তানও তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অবস্থানকে কার্যত সমর্থন জানায়। পুরো প্রক্রিয়াজুড়েই পিসিবি বিসিবির সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে গেছে।
পিসিবি প্রধান মহসিন নাকভি ২৪ জানুয়ারি জানিয়েছিলেন, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের পরই পাকিস্তান নিজেদের অবস্থান পরিষ্কার করবে। তিনি বলেন, পাকিস্তানের সামনে প্ল্যান এ, বি, সি ও ডি; সব প্রস্তুত রয়েছে।
অন্যদিকে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, যদি পিসিবি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেটাররাও বোর্ডের পাশে থাকবেন। অস্ট্রেলিয়া সিরিজের আগে খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি প্রধান মহসিন নাকভি, যেখানে বিশ্বকাপ ইস্যুতে বোর্ডের যেকোনো সিদ্ধান্তে সমর্থনের কথা জানান ক্রিকেটাররা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়নি পাকিস্তান।
নাকভি জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে দেশে ফেরার পর সরকারের সঙ্গে আলোচনা করেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে এসিসি ও পিসিবির প্রধানের দায়িত্বের পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
উল্লেখ্য, ২৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় আইসিসি। এর আগে, বিসিবি ও আইসিসির মধ্যে এই বিষয়ে দীর্ঘ প্রায় তিন সপ্তাহ আলোচনা চলে।