২৫ জানুয়ারি ২০২৬, ১৬:২১

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কী করবেন ক্রিকেটাররা?

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে শুরু থেকেই অনড় অবস্থানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত বারবার আইসিসিকে জানিয়ে আসছিল তারা। দিন দুয়েক আগে আইসিসির বোর্ড সভায় বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেধে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বিসিবি স্পষ্ট করে জানিয়ে দেয়, ভারতে কোনো পরিস্থিতিতেই বিশ্বকাপ খেলবে না টাইগাররা।

এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, বিকল্প ভেন্যুতে খেলার বিষয়ে আইসিসির কাছে আবেদন জানানো হবে। তবে সেই আবেদনে সাড়া দেয়নি বিশ্ব ক্রিকেট সংস্থা। পরে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে আইসিসি ঘোষণা দেয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে এখন বড় প্রশ্ন, এই সময়টায় কী করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আপাতত বেশ কয়েকজন খেলোয়াড় নিজ নিজ শহরে অবস্থান করছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সামনে রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল), যা শুরু হবে আগামী মাসে। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে আরও একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির এক পরিচালক জানিয়েছেন, খুব শিগগিরই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের জন্য সংক্ষিপ্ত ক্যাম্প আয়োজনের কথাও ভাবছে বোর্ড। জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই সম্ভাব্যভাবে সেই প্রতিযোগিতা মাঠে গড়াতে পারে।