২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৪৪

বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের বিবৃতি

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ থেকে বাংলাদেশকে প্রত্যাহার ক্রিকেটের জন্য উদ্বেগজনক ও ক্ষতিকর বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রবিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। 

 ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মফাত বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে প্রত্যাহারের ফলে ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসর থেকে একটি গুরুত্বপূর্ণ দেশের অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং কোটি কোটি সমর্থকের জন্য এক বেদনাদায়ক মুহূর্ত। বাংলাদেশের অনুপস্থিতি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে একটি ‘দুঃখজনক মুহূর্ত’।

খেলাকে বিভক্ত না করে ঐক্যের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ডব্লিউসিএ প্রধান বলেন, ‘বিভাজন বা বর্জনের সুযোগ না দিয়ে আমরা চাই ক্রিকেটের নেতৃত্বস্থানীয়রা সব অংশীজন—গভর্নিং বডি, লিগ ও খেলোয়াড়দের সঙ্গে একযোগে কাজ করুক। খেলাটিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করাই এখন সবচেয়ে জরুরি। এই ঘটনা ক্রিকেটের ভেতরে থাকা কাঠামোগত সমস্যাগুলোকেই সামনে এনেছে।

টম মফাট বলেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার জানিয়েছেন, দেশটির অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরে এলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।

তিনি আরও বলেন, বিভিন্ন চুক্তি যথাযথভাবে না মানা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করার বিষয়টি নিয়ে ডব্লিউসিএ ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। এটি বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটের বিদ্যমান পরিচালন কাঠামোর গুরুতর সমস্যাগুলোকেও সামনে আনছে।

তিনি সতর্ক করে বলেন, এই সমস্যাগুলো যদি সমাধানহীন থেকে যায়, তাহলে তা বিশ্বাস, ঐক্য এবং শেষ পর্যন্ত আমাদের প্রিয় খেলাটির ভবিষ্যৎকে দুর্বল করে দেবে।