বাংলাদেশকে বাদ দেওয়ার দিনই বিসিবির এক পরিচালকের পদত্যাগ
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাদ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এমন খবরের মধ্যেই এবার বাংলাদেশ ক্রিয়েটে বোর্ডের (বিসিবি) পরিচালক ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, দেশের ক্রিকেটের সার্বিক অবস্থা নিয়ে হতাশ সাদেক। বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতে অমিল থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ বোর্ডের গুরুত্বপূর্ণ সভাতেও উপস্থিত হননি সাদেক।
পদত্যাগের বিষয়ে ইশতিয়াক সাদেক গণমাধ্যমকে বলেন, ‘আমি আসলে পদত্যাগ করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো এত বড় দায়িত্বে থেকেও ঠিক মতো সময় দিতে পারছি না। এটার জন্য আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত।’
তার জায়গায় পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই বিভাগকে এগিয়ে নেবেন বলেও বিশ্বাস করেন ইশতিয়াক সাদেক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমার জায়গায় যে আসবে সে যথেষ্ট সময় দিয়ে এই বিভাগকে এগিয়ে নেবে।’
বোর্ডের সঙ্গে কোনো সমস্যা কিংবা কোনো পরিচালকের সঙ্গে সমস্যা হলো কি না প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই না, বোর্ডের কারোর সঙ্গে কোনো সমস্যা নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। আমি নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’