২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪২

বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত

নাজমুল হোসেন শান্ত  © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ বিবেচনায় সেই সময়ে ঘরোয়া কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বিপিএলের দ্বাদশ আসর শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

বিপিএলের সদ্য সমাপ্ত আসরে রাজশাহী ওয়ারিয়র্সকে চ্যাম্পিয়ন করার পর শান্ত জানান, বিশ্বকাপে না গেলে যেন ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে ব্যস্ত রাখা হয়। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ঢাকার ক্রিকেট নিয়েও অনেক সমালোচনা হচ্ছে। এখানেও আমি অনুরোধ করব আগের আসরগুলোর থেকে যেন আরও সুন্দরভাবে হয়। বিশ্বকাপে না গেলে বোর্ডের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের জন্য আরও একটা বেটার বা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা হয় যেন সবাই খেলতে পারে। বাইরের ব্যাপারগুলো ঠিক করে যেন মাঠের ক্রিকেটটা ঠিকভাবে চালু থাকে।’