২৩ জানুয়ারি ২০২৬, ১৪:১২

বিশ্বকাপ ইস্যুতে নতুন দাবি জানিয়ে আইসিসিতে চিঠি বিসিবির

বাংলাদেশ ও আইসিসি লোগো  © সংগৃহীত

ভারতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তে এখনও অনড় বাংলাদেশ। আইসিসির কাছ থেকে চাওয়া ২৪ ঘণ্টার সময়সীমার মধ্যেই বুধবার (২২ জানুয়ারি) শেষ মুহূর্তে সরকারের সঙ্গে ক্রিকেটার ও বিসিবি কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠক শেষে আগের অবস্থানেই থাকার কথা পুনর্ব্যক্ত করা হয়।

২২ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটারের পাশাপাশি স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতে কোনো ইতিবাচক পরিবর্তন না আসায় ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় বাংলাদেশ।

একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ এখনো আইসিসির কাছে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে যাচ্ছে।

এর আগে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তুলে ধরে বিসিবি একাধিক দফায় আইসিসির সঙ্গে বৈঠক করলেও সংস্থাটি স্পষ্ট করে জানিয়ে দেয়, সূচি অনুযায়ী বিশ্বকাপ হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে।

আইসিসির মতে, বাংলাদেশ দল, সমর্থক কিংবা সংশ্লিষ্ট কারও জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এমনকি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকেও তারা ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ হিসেবে দেখছে।

এদিকে টুর্নামেন্ট শুরুর একেবারে দোরগোড়ায় এসে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা কার্যত খুবই ক্ষীণ। তবুও হাল ছাড়ছে না বিসিবি। সর্বশেষ উদ্যোগ হিসেবে আরও একটি ই-মেইলে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে তারা। নতুন এই আবেদনে বিসিবি অনুরোধ করেছে, বাংলাদেশের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি আইসিসির যেকোনো বিরোধ বা বিতর্ক নিষ্পত্তির দায়িত্বে থাকে।