২২ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮

ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

বিসিবি লোগো   © সংগৃহীত

ভারতে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।তার দাবি, আইসিসির অবস্থানে সন্তুষ্ট না হওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে উপদেষ্টা এ-ও জানান, এখনো আইসিসির কাছ থেকে ন্যায়সঙ্গত সমাধানের আশায় তাকিয়ে আছে বাংলাদেশ। তিনি বলেন, 'আমি এখানের সবার ভক্ত নাজমুল, মিরাজ, সোহান। আমরা সবাই চেয়েছি বিশ্বকাপ খেলতে। যেহেতু তারা কষ্ট করে এটা অর্জন করেছে। কিন্তু আমাদের নিরাপত্তার যে ঝুঁকি ভারতে, সেটার কোনো পরিবর্তন হয়নি।'

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমাদের একজন প্লেয়ারকে এভাবে আইপিএল থেকে বের করে দেওয়া হয়েছে। একজন মুস্তাফিজকেই যদি নিরাপত্তা দিতে না পারে, তারা আমাদের বাকি সব প্লেয়ার, সাংবাদিক, সমর্থক সবাইকে কীভাবে সেই একই দেশের নিরাপত্তাকর্মীরা নিরাপত্তা দেবে?'