২২ জানুয়ারি ২০২৬, ১৩:৫৮

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠকে যেসব আলোচনা হতে পারে

ড. আসিফ নজরুল  © সংগৃহীত

নিরাপত্তা শঙ্কা ঘিরে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ শুরুর একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এমন বৈঠককে দেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

এর আগে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই চিঠিতে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। পাশাপাশি, বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেয় বিসিবি। তবে বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনার পর বুধবার (২১ জানুয়ারি) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের অবস্থান স্পষ্ট করে দেয়। আইসিসি জানায়, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, সূচি বা ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হবে না।

এই সিদ্ধান্তের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির কাছে এক দিনের সময় চান। তার দাবি, চূড়ান্ত অবস্থান জানানোর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা করা জরুরি। 

এ প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বুলবুল বলেন, সরকারকে চাপ দিতে চান না, তবে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে তিনি জানান, পরিস্থিতি বদলানোর সম্ভাবনা নিয়ে এখনো ‘মিরাকলের’ আশায় আছেন তিনি।

এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ক্রিকেটারদের সামনে স্পষ্ট করে তুলে ধরা হবে, কোন প্রেক্ষাপটে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারের দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তা মূল্যায়নের বিষয়গুলো ক্রিকেটারদের স্পষ্ট করেই জানানো হবে। পাশাপাশি যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে সম্ভাব্য পরিণতি এবং বিকল্প পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে।