০৩ জানুয়ারি ২০২৬, ২৩:৪৬

ভারত ইস্যুতে আইসিসিকে চিঠি দেবে বিসিবি

বিসিবি ও আইসিসি লোগো  © সংগৃহীত ছবি

ভারতীয় সমর্থকদের ক্ষোভ ও চাপের প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্তকে ঘিরেইব চলছে নানা আলোচনা-সমালোচনা।

এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা হলেও বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়, বাকি একটি ম্যাচ মুম্বাইয়ে। এমন গুরুত্বপূর্ণ সময়ে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্টত।

এই পরিস্থিতির মধ্যেই চলতি বছর বাংলাদেশ সফরে সাদা বলের দুটি সিরিজ আয়োজনের সূচি চূড়ান্ত করেছে ভারত। তবে মুস্তাফিজ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কায় সেই সফরও এখন অনিশ্চয়তার মুখে।

এসব বিষয় সামনে রেখে আগামী রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে অনুষ্ঠিত জরুরি অনলাইন সভায় উপস্থিত ১৭ জন পরিচালক সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

মূলত বিসিবির পক্ষ থেকে আইসিসির সিকিউরিটি ইউনিটকে ই-মেইল পাঠানো হবে। সেখানে প্রথমেই বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি মুস্তাফিজকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিস্তারিত বিষয় তুলে ধরা হবে। তবে শুধু খেলোয়াড় নয়, বোর্ড পরিচালক, কর্মকর্তাসহ টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হবে। একইসঙ্গে দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও চিঠিতে যুক্ত থাকবে।